ক্লাস ৩- ২.৪(নিজে করি)



১.
১) ২৩+১৪১+৩০২৫= এককের ঘরে-৫+৩+১= ৯ (হাতে কিছুই নেই)
দশকের ঘরে - (২+৪+২)= ৮ ( হাতে কিছুই নেই) 
শতকের ঘরে - (১+০) = ১ ( হাতে কিছুই নেই) 
হাজারের ঘরে - ৩ ( হাতে কিছুই নেই) 

তাহলে, ২৩+১৪১+৩০২৫= ৩১৮৯
এভাবে, বুঝে বুঝে পরের গুলো করে যাও।
২) ৪০৩+৭৫+৫৮২১= ৬২৯৯  ৩) ২৫৭১+৪০২২+১৯৫৮=৮৫৫১
৪) ৭৬২১+৫৪৭+১০১৪= ৯১৮২
৫) ১৪০৯    (এভাবে করে যাও।) ৬) ৯৯১৯  ৭) ৯৯৯৬
         ৯৫
       ৩৮০
     ______
      ১৮৮৪
২.
১) ২১৯০+৯+১৮৫৯+৫১৯২=এককের ঘরে(০+৯+৯+২)=২০ -০ বসবে (হাতে থাকে ২)
দশকের ঘরে (৯+৫+৯)= ২৩+২= ২৫[হাতের ২ যোগ করে] - ৫ বসবে। ( হাতে থাকে ২)
শতকের ঘরে (১+৮+১)= ১০+২= ১২[হাতের ২ যোগ করে] - ২ বসবে( হাতে থাকে ১)
হাজারের ঘরে (২+১+৫)= ৮+১= ৯[ হাতের ১ যোগ করে ] - ৯ বসবে।

তাহলে, উত্তর = ৯২৫০
এভাবে, পরের গুলো কর।
২) ৯২৪৩ ৩) ৯২০১ ৪) ৯২৩৬ ৫) ৯৫৯৮ ৬) ৯১১৮ ৭) ৯১৬৮
৩. বইতে আছে।
৪. বইয়ের নিয়মেই করতে হবে।
সুজন প্রতিদিন দৌড়ায়,
১০০ মিটার
৪০০ মিটার
৮০০ মিটার
__________
১৩০০ মিটার
উত্তরঃ ১৩০০ মিটার দৌড়ায়
৫.
প্রথম  বই  ২৬১ পৃষ্ঠা
দ্বিতীয় বই ২৭৫ পৃষ্ঠা
তৃতীয় বই  ৩০০ পৃষ্ঠা
__________________
মোট পড়ে  ৮৩৬ পৃষ্ঠা

উত্তরঃ লিমা মোট পড়ে ৮৩৬ পৃষ্ঠা। 
 ৬.
একটি পুকুরে ছাড়া হলো, 
রুই মাছের পোনা       ১২০০ টি
কাতলা মাছের পোনা    ৯৮৫ টি
মৃগেল মাছের পোনা     ৭৬৫ টি 
________________________________
মোট ছাড়া হয়েছে      ২৯৫০ টি
উত্তরঃ পোনা ছাড়া হয়েছে মোট ২৯৫০ টি।
৭.
প্রথম গাছ থেকে পাড়া হলো   ৫৩০ টি
দ্বিতীয় গাছ থেকে পাড়া হলো ৭৩৬ টি
তৃতীয় গাছ থেকে পাড়া হলো  ৮৯০ টি 
________________________________
মোট আম পাড়া হলো           ২১৫৬ 
উত্তরঃ বাগান থেকে আম পাড়া হলো ২১৫৬ টি।
৮.
গোলাপের চারা গাছ আছে ৬২০ টি
জবার চারা গাছ আছে       ৮৩২ টি
গাঁদার চারা গাছ আছে       ৯৪৬ টি
______________________________
নার্সারিতে চারা গাছ আছে ২৩৯৮ টি
উত্তরঃ নার্সারিতে চারা মোট চারা গাছ আছে ২৩৯৮ টি।
৯.
প্রথম দিন বিক্রি করেন   ১১৫০ টাকার
দ্বিতীয় দিন বিক্রি করেন ১২২৫ টাকার
তৃতীয় দিন বিক্রি করেন  ১৫৭৫ টাকার 
চতুর্থ দিন বিক্রি করেন    ২০০০ টাকার 
________________________________
চার দিনে বিক্রি করেন    ৫৯৫০ টাকার
উত্তরঃ তিনি মোট ৫৯৫০ টাকার বই বিক্রি করেন।
১০.
ইংল্যান্ড করে,
প্রথম ইনিংসে   ৩৭৫ রান
দ্বিতীয় ইনিংসে ৪০০ রান   
_____________________
মোট করে         ৭৭৫ রান
অস্ট্রেলিয়া করে,
প্রথম ইনিংসে   ৪০৫ রান
দ্বিতীয় ইনিংসে ৩৭০ রান  
______________________
মোট করে        ৭৭৫ রান

তাহলে,
ইংল্যান্ড মোট করে     ৭৭৫ রান
অস্ট্রেলিয়া মোট করে ৭৭৫ রান  
___________________________
দুই দল মোট করে      ১৫৫০ রান
উত্তরঃ দুই দল মোট করে ১৫৫০ রান।   


এ চ্যপ্টার শেষ হলে পরেরটিতে চলে যাও। 



Comments